mission and carona effectOthers 

করোনা সংক্রমণ বাড়তেই সুরক্ষায় বন্ধ হচ্ছে মন্দিরের দরজা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বেলুড়মঠের পর কামারপুকুর রামকৃষ্ণ মঠ বন্ধ হচ্ছে । করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে রাজ্যে। এর জেরেই বিপত্তি। উল্লেখ করা যায়, করোনা আবহে বন্ধ হয়েছে পুরীর জগন্নাথ মন্দির। আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে বেলুড় মঠ ৷ কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন একই অবস্থান নিতে চলেছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান ফের বন্ধ হচ্ছে সুরক্ষার স্বার্থে।

আবারও বাড়ছে করোনা সংক্রমণের হার। এই অবস্থায় গোষ্ঠী সংক্রমণ মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ হয়ে গিয়েছে বড় অনুষ্ঠান। রাজনৈতিক প্রচার ও রোড শোতেও নিষেধাজ্ঞা । তালিকায় মন্দির, মসজিদ ও গুরুদ্বারও রয়েছে। অতিমারীর দ্বিতীয় ঢেউ আটকাতে মরিয়া প্রচেষ্টা অব্যাহত।

উল্লেখ করা যায়,গত বছরের মতোই বন্ধ হচ্ছে বিভিন্ন ধর্ম ক্ষেত্র ও আশ্রমগুলিও। স্কুলগুলি পূর্বেই বন্ধ হয়। আগেই বন্ধ হয়েছে পুরীর জগন্নাথ মন্দির। গত ২২ এপ্রিল থেকে ফের বন্ধ হয়ে যায় বেলুড় মঠ ৷ কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন এবার বন্ধ হচ্ছে। কাল ২৮ এপ্রিল থেকে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের মন্দিরের মূল দরজা জনসাধারণের জন্য বন্ধ হয়ে যাবে। মঠ ও মিশনের পক্ষ থেকে এই খবর জানা গিয়েছে।

রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে,করোনা অতিমারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত সাধারণ মানুষ। দর্শনার্থীদের সুরক্ষার স্বার্থে একাধিক নয়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে মঠ। আবার কবে মন্দির খোলা হবে তা যথাসময়ে জানানো হবে।

এক্ষেত্রে আরও বলা হয়েছে,করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়, মঠ ও মিশন খোলার নির্দিষ্ট সময়সূচি করা হয়েছিল সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত। এছাড়া বিকাল সাড়ে ৩টে থেকে ৫টা পর্যন্ত মন্দিরের প্রধান দরজা খোলা ছিল। মন্দিরের মূল দরজার সামনে থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। মাস্ক ছাড়া মাঠের মধ্যে প্রবেশ নিষিদ্ধ হয়। প্রসাদ বিতরণও বন্ধ রয়েছে। এক্ষেত্রে আগাম সতর্কতা নিতে চাইছে কর্তৃপক্ষ। সেক্ষেত্রে কাল বুধবার থেকে পুরোপুরি বন্ধ হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের দরজা ।

মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment