TMC-BJP Flag-1Others 

দফা ভিত্তিক বিধানসভা ভোটের ফলাফলের একঝলক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভার ৮ দফার নির্বাচনী ফলাফল ঘোষিত হল। দফা ভিত্তিক একনজর ফল জানানো হল। জয়-পরাজয়ের ছবিটা দেখে নিন।
২৭ মার্চ প্রথম দফার নির্বাচনে পুরুলিয়ার ৯টি আসনের মধ্যে তৃণমূল- ৩টি, বিজেপি- ৫টি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি। অসম্পূর্ণ ১টি আসন।
বাঁকুড়ার ৪টি আসনের মধ্যে তৃণমূল- ২টি, বিজেপি- ২টি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
পূর্ব মেদিনীপুরের ৭টি আসনের মধ্যে তৃণমূল- ৩টি, বিজেপি- ৪টি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
পশ্চিম মেদিনীপুরের ৬টি আসনের মধ্যে তৃণমূল- ৬টি, বিজেপি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
ঝাড়গ্রামের ৪টি আসনের মধ্যে তৃণমূল- ৪টি, বিজেপি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
এক্ষেত্রে মোট তৃণমূল- ১৮ ও বিজেপি- ১১ আসন পেয়েছে।

১ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের ৯টি আসনের মধ্যে তৃণমূল- ৭টি, বিজেপি- ২টি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
পূর্ব মেদিনীপুরের ৯টি আসনের মধ্যে তৃণমূল- ৬টি, বিজেপি- ২টি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি। অসম্পূর্ণ ১টি আসন।
বাঁকুড়ার ৮টি আসনের মধ্যে তৃণমূল- ১টি, বিজেপি- ৬টি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি। অসম্পূর্ণ ১টি আসন।
দক্ষিণ ২৪ পরগনার ৪টি আসনের মধ্যে তৃণমূল- ৪টি, বিজেপি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
এক্ষেত্রে মোট তৃণমূল- ১৮ ও বিজেপি- ১০ আসন পেয়েছে।

৬ এপ্রিল তৃতীয় দফার নির্বাচনে হাওড়ার ৭টি আসনের মধ্যে তৃণমূল- ৭টি, বিজেপি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
হুগলির ৮টি আসনের মধ্যে তৃণমূল- ৪টি, বিজেপি- ৪টি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
দক্ষিণ ২৪ পরগনার ১৬টি আসনের মধ্যে তৃণমূল- ১৬টি, বিজেপি- ৪টি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
এক্ষেত্রে মোট তৃণমূল- ২৭ ও বিজেপি- ৪ আসন পেয়েছে।

১০ এপ্রিল চতুর্থ দফার নির্বাচনে হুগলির ১০টি আসনের মধ্যে তৃণমূল- ১০টি, বিজেপি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
হাওড়ার ৯টি আসনের মধ্যে তৃণমূল- ৯টি, বিজেপি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
আলিপুরদুয়ারের ৫টি আসনের মধ্যে তৃণমূল- ৫টি, বিজেপি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
কোচবিহারের ৯টি আসনের মধ্যে তৃণমূল- ৭টি, বিজেপি- ২টি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
দক্ষিণ ২৪ পরগনার ১১টি আসনের মধ্যে তৃণমূল- ১০টি, বিজেপি, সংযুক্ত মোর্চা- ১টি আসন পেয়েছে। অন্যান্যরা কোনও আসন পায়নি।
এক্ষেত্রে মোট তৃণমূল- ৪১ ও বিজেপি- ২ আসন পেয়েছে। সংযুক্ত মোর্চা- ১টি আসন পায়।

১৭ এপ্রিল পঞ্চম দফার নির্বাচনে পূর্ব বর্ধমানের ৮টি আসনের মধ্যে তৃণমূল- ৮টি, বিজেপি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
উত্তর ২৪ পরগনার ১৬টি আসনের মধ্যে তৃণমূল- ১৬টি, বিজেপি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
দার্জিলিংয়ের ৫টি আসনের মধ্যে বিজেপি- ৫টি, তৃণমূল ও সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
কালিম্পংয়ের ১টি আসনের মধ্যে তৃণমূল, বিজেপি ও সংযুক্ত মোর্চা কোনও আসন পায়নি। অন্যান্য- ১টি আসন পেয়েছে।
জলপাইগুড়ির ৭টি আসনের মধ্যে তৃণমূল- ৩টি, বিজেপি- ৪টি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
নদিয়ার ৮টি আসনের মধ্যে বিজেপি- ৮, তৃণমূল ও সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
এক্ষেত্রে মোট তৃণমূল- ২৭ ও বিজেপি- ১৭ আসন পেয়েছে। অন্যান্যরা ১টি আসন পায়।

২২ এপ্রিল ষষ্ঠ দফার নির্বাচনে পূর্ব বর্ধমানের ৮টি আসনের মধ্যে তৃণমূল- ৮টি, বিজেপি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
নদিয়ার ৯টি আসনের মধ্যে তৃণমূল- ৮টি, বিজেপি- ১টি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
উত্তর ২৪ পরগনার ১৭টি আসনের মধ্যে তৃণমূল- ১২টি, বিজেপি- ৫টি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
উত্তর দিনাজপুরের ৯টি আসনের মধ্যে তৃণমূল- ৭টি, বিজেপি- ২টি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
এক্ষেত্রে মোট তৃণমূল- ৩৫ ও বিজেপি- ৮ আসন পেয়েছে।

২৬ এপ্রিল সপ্তম দফার নির্বাচনে পশ্চিম বর্ধমানের ৯টি আসনের মধ্যে তৃণমূল- ৬টি, বিজেপি- ৩টি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
দক্ষিণ দিনাজপুরের ৬টি আসনের মধ্যে তৃণমূল- ৩টি, বিজেপি- ৩টি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
মালদহের ৬টি আসনের মধ্যে তৃণমূল- ২টি, বিজেপি- ৪টি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
মুর্শিদাবাদের ১১টি আসনের মধ্যে তৃণমূল- ৮টি, বিজেপি- ১টি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
দক্ষিণ কলকাতার ৪টি আসনের মধ্যে তৃণমূল- ৪টি, বিজেপি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
এক্ষেত্রে মোট তৃণমূল- ২৩ ও বিজেপি- ১১ আসন পেয়েছে।

২৯ এপ্রিল অষ্টম দফার নির্বাচনে মালদহের ৬টি আসনের মধ্যে তৃণমূল- ৪টি, বিজেপি- ২টি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
বীরভূমের ১১টি আসনের মধ্যে তৃণমূল- ১০টি, বিজেপি- ১টি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
মুর্শিদাবাদের ১১টি আসনের মধ্যে তৃণমূল- ১০টি, বিজেপি- ১টি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
উত্তর কলকাতার ৭টি আসনের মধ্যে তৃণমূল- ৭টি, বিজেপি, সংযুক্ত মোর্চা বা অন্যান্যরা কোনও আসন পায়নি।
এক্ষেত্রে মোট : তৃণমূল- ৩১ ও বিজেপি- ৪টি আসন পেয়েছে। উল্লেখ করা যায়, প্রার্থীর মৃত্যুজনিত কারণে ২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন সংখ্যা ২৯৪টি।

মতামত সহ-লাইক ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment