অনলাইন ক্লাসের জন্য পড়ুয়াদের সহায়তা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পুরুলিয়ার সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ। সূত্রের খবর, অনলাইন ক্লাসের জন্য ইন্টারনেট ব্যয় বাবদ পড়ুয়াদের মাসিক ৫০০ টাকা করে দেবে বলে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ২.৫০ হাজার পড়ুয়া এই সুবিধা পাবেন। এক্ষেত্রে আরও বলা হয়েছে, এর জন্য বিশ্ববিদ্যালয়ের মাসিক সাড়ে ১২ লক্ষ টাকা খরচ হবে। ওই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের অনেক পড়ুয়াই বিভিন্ন স্কলারশিপের ভরসায় পড়াশোনা করেন। তাঁদের কাছে প্রতি মাসে ইন্টারনেটের ব্যয় অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়াচ্ছিল। তা দূর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

