চাষের কৌশল শেখাতে উদ্যোগী ম্যাকাউট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চাষের প্রশিক্ষণ। রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট) বাড়িতে মাটি ছাড়া ফল ও আনাজ চাষের কৌশল শেখাতে উদ্যোগী হচ্ছে। বিনামূল্যে এই প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানা যায়। ওই বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, যাতে সকলে বাড়ির ছাদে বা অন্যত্র ফল ও আনাজ চাষ করতে পারেন, তার জন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ফল ও আনাজের গুণাগুণ একই থাকবে বলে দাবি করেছে ম্যাকাউট। ৪টি ক্লাসে এই প্রশিক্ষণ পর্ব বলেও জানা যায়। বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা যায়, চলতি মাসের শেষ থেকেই অনলাইনে ক্লাস চালু হবে। এর জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রশিক্ষণ শেষে পাওয়া যাবে শংসাপত্রও।

