যশ রাজ ফিল্মসের প্রয়াস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : যশ রাজ ফিল্মসের প্রয়াস। সূত্রের খবর, মুম্বইয়ের দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করা ৩০ হাজার শিল্পীর ভ্যাকসিনেশনের দায়িত্ব গ্রহণ করেছে তাঁরা। এ বিষয়ে আরও জানা গিয়েছে, ওই তালিকায় ব্যাকগ্রাউন্ড অভিনেতাদেরও সামিল করার আবেদন জানিয়েছে সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন।
সূত্রের আরও খবর, এই সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যে প্রোডিউসার্স গিল্ড, ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডিউসার্স কাউন্সিল ও ওয়েস্টার্ন ইন্ডিয়া ফিল্ম প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনকে ই-মেল করা হয়েছে বলে জানা যায়। উল্লেখ করা যায়, কম সংখ্যক শিল্পীদের নিয়ে কাজ করা হচ্ছে করোনার আবহে। পিপিই কিট পরে কাজ করার সুযোগ না থাকায় শিল্পীরাও সুরক্ষিত নয় বলে মনে করা হচ্ছে।

