কোপা আমেরিকা কাপ নিজের দেশে করতে চায় আর্জেন্টিনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এ বছর অনুষ্ঠেয় কোপা আমেরিকা কাপ নিজেদের দেশে আয়োজন করার প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনা। উল্লেখ করা যায়, আর্জেন্টিনা দেশের সঙ্গে যৌথভাবে এই প্রতিযোগিতা আয়োজন করার কথা ছিল কলম্বিয়ার। অভ্যন্তরীণ ঝামেলায় এপ্রিল থেকে অগ্নিগর্ভ পরিস্থিতি চলেছে ওই দেশে। এই অবস্থায় আর্জেন্টিনা এমন প্রস্তাব দিয়েছে।
সূত্রের খবর, কর ও বিভিন্ন সমস্যা নিয়ে কলম্বিয়ায় প্রতিবাদ ও হিংসাত্মক ঘটনা ঘটছে। এর জেরে প্রায় ১৫ জনের মৃত্যু হয়েছে। বুয়েনআইরেসে আগামী ১৩ জুন থেকে কোপা আমেরিকা শুরু হওয়ার কথা ছিল। সব মিলিয়ে ১৩টি ম্যাচ হওয়ার কথা ছিল আর্জেন্টিনায়। আবার কলম্বিয়ায় ফাইনাল ম্যাচ-সহ ১৫টি ম্যাচ হওয়ার কথা ছিল। আর্জেন্টিনা দেশের পক্ষ থেকে বলা হয়েছে, কলম্বিয়ায় এই প্রতিযোগিতা করার মতো পরিস্থিতি না থাকলে আর্জেন্টিনা এগিয়ে আসতে পারে। দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থার কাছে এই আবেদন রাখাও হয়েছে।

