dengue and effectHealth Others 

করোনার ত্রাসেই ডেঙ্গির মরসুম-কীভাবে সতর্ক হবেন?

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:একদিকে করোনার ত্রাস। অন্যদিকে ডেঙ্গির মরসুম শুরু। একেবারে উভয়সংকট অবস্থা। ডেঙ্গির উপসর্গ কী তা আমরা অনেকেই জানি না। এক্ষেত্রে কীভাবে সতর্ক থাকবেন,সেই বিষয়টি ভালো করে জেনে নিতে হবে। বর্তমান পরিস্থিতিতে রাজ্যে করোনার প্রকোপ নিয়ে জেরবার স্বাস্থ্যকর্মীরা। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি দুশ্চিন্তা। চলছে ডেঙ্গির মরশুম। প্রতি বছর এই সময়েই অনেক মানুষ এই রোগে আক্রান্ত হয়ে থাকেন। তবে এ বছর ডেঙ্গির প্রকোপ বেশ কম।

ডেঙ্গির আগাম সাবধানতা না নিলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়বে । অন্যদিকে “হু” সূত্রে জানানো হয়েছে,ডেঙ্গির কোনও নির্দিষ্ট ওষুধ নেই। নিয়ন্ত্রণ পরিকল্পনাই ডেঙ্গির একমাত্র দাওয়াই এটা মাথায় রাখতে হবে। বিশেষজ্ঞ-চিকিৎসকরা বলছেন,ডেঙ্গির উপসর্গগুলো প্রথমে ভালো করে জেনে নিতে হবে। গলা ব্যথা, ঢোক গিলতে কষ্ট হওয়া,গায়ে ব্যথা বা গাঁটে ব্যথা, খাবারে অরুচি ও জ্বর প্রভৃতি লক্ষণ দেখা দিলে সতর্ক হতে হবে। নিতে হবে চিকিৎসকের পরামর্শ। সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে বলা হয়েছে, বাড়ির চারপাশে জল জমতে দেওয়া যাবে না। ঘরে ও টব ছাড়াও যে সব জায়গায় জল জমে তাও পরিষ্কার করতে হবে।

এছাড়া মশার কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য সুতির ফুল হাতা জামা পড়লে ভালো হয়। আবার বাড়ির চারপাশে ব্লিচিং ছড়াতে হবে নিয়ম মেনে। প্রয়োজন হলে স্থানীয় পঞ্চায়েত ও পুরসভায় খবর দেওয়া যেতে পারে। কীটনাশক ছড়ানো বা অ্যান্টি লার্ভাল স্প্রে করাটা এই সময় জরুরি। সতর্ক ও সাবধানে থাকতে হবে। রাতে শোয়ার সময় অবশ্যই মশারি টানাতে হবে।

মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment