NewtownOthers 

নিউটাউন থেকে বিপুল জাল নোট উদ্ধার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ নিউটাউন থেকে বিপুল পরিমাণ জাল নোট সহ গ্রেফতার এক। গ্রেফতার করে ইকোপার্ক থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তি জম্মু কাশ্মীরের বাসিন্দা ও ডিলারের কাজ করতো বলে জানা গিয়েছে। নিউটাউনের পেঁচার মোড়ের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় তাকে। উদ্ধার হওয়া জাল নোটের প্রায় মূল্য আট লাখ নব্বই হাজার টাকা। আজ ধৃতকে বারাসাত কোর্টে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর, বেঙ্গল এসটিএফ ও ইকোপার্ক থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে এক ব্যক্তি নিউটাউনে জাল নোট নিয়ে একটি হোটেলে রয়েছে। সেইমতো খোঁজ চালিয়ে গতকাল রাতে নিউটাউন পেঁচার মোড়ে ওই যুবককে ধরা হয়। তার কাছ থেকে একটি হ্যান্ড ব্যাগ উদ্ধার হয়। তার মধ্যে থেকে ১হাজার ১৮৬ টি দুই হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে। যার মোট মূল্য আট লাখ নব্বই হাজার টাকা। এই ঘটনার তদন্ত চলছে।

Related posts

Leave a Comment