App-Cab-1Others 

চাহিদা মেটাতে অ্যাপ-ক্যাব পরিষেবা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অ্যাপ-ক্যাবের সংখ্যা বাড়ছে। বিভিন্ন ক্ষেত্রে ছাড় দিয়ে বিধি-নিষেধের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বলবৎ করেছে রাজ্য। নির্দেশিকায় জানানো হয়েছে, ২৫ শতাংশ কর্মী নিয়ে বেসরকারি সংস্থার অফিস খোলা যাবে। গণ-পরিবহণ বন্ধ থাকলেও অ্যাপ-ক্যাব বা ব্যক্তিগত গাড়িতে অফিসে যেতে পারবেন কর্মীরা। এক্ষেত্রে চাহিদা মেটানোর জন্য অ্যাপ-ক্যাব সংস্থাগুলি গাড়ির সংখ্যা বাড়াচ্ছে বলে খবর।

এ বিষয়ে আরও জানা গিয়েছে, ১০ ঘন্টা পর্যন্ত গাড়ি ভাড়া করার সুবিধা দিয়ে বিশেষ পরিষেবা চালু করছে, ‘ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড’। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮৯১০০৭৯২১২ ও ৯৮০৪৪৫৮০৪৫ নম্বরে ফোন করে এই পরিষেবা পাওয়া যাবে। হাসপাতাল, বিমানবন্দর বা রেল স্টেশনে যাওয়ার মতো জরুরি প্রয়োজনে ক্যাব পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।

Related posts

Leave a Comment