Metro Rail-5Others 

জরুরি পরিষেবায় যুক্ত কর্মীদের জন্য মেট্রোর সংখ্যা বাড়ছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাড়ছে বিশেষ মেট্রো। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য মেট্রোর সংখ্যা বাড়ছে বলে খবর। মেট্রো রেল সূত্রের খবর, করোনা আবহে এতদিন দমদম ও কবি সুভাষের মধ্যে ৮টি ট্রেন চালানো হলেও ওই সংখ্যা এবার বেড়ে হচ্ছে ১২। মেট্রো রেল সূত্রে আরও জানানো হয়েছে, সকালে সাড়ে ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে একটি করে ট্রেন দমদম ও কবি সুভাষ স্টেশন থেকে ছাড়বে। আবার বিকেলে সাড়ে ৪টা, ৫টা ও সাড়ে ৫টায় একটি করে ট্রেন ওই দুই স্টেশন থেকে ছাড়া হবে।

তবে রবিবার এই পরিষেবা পাওয়া যাবে না। এই পরিষেবা পাওয়ার জন্য স্মার্ট কার্ড থাকা বাধ্যতামূলক। অন্যদিকে স্বাস্থ্য, রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা, পুলিশ, ব্যাঙ্ক এবং ডাক-কর্মীরা ছাড়াও এবার সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও বিশেষ লোকাল ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে ছাড় পাবেন। পূর্ব রেল সূত্রে এ খবর জানা গিয়েছে।

Related posts

Leave a Comment