ভারতের আমদানি বেড়েছে ৫১.৪৭ শতাংশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাড়ল রফতানি। তবে রয়েছে ঘাটতিও। সূত্রের খবর, আগস্ট মাসে ভারতের রফতানি এক বছর আগের তুলনায় ৪৫.১৭ শতাংশ বেড়ে ৩৩১৪ কোটি ডলার হয়েছে। উল্লেখ করা যায়, গত বছর আগস্ট মাসে তা ছিল ২২৮৩ কোটি ডলার। বাণিজ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, আমদানিও বেড়েছে ৫১.৪৭ শতাংশ। এর প্রভাবে ৩১০৩ কোটি ডলার থেকে বেড়ে তা হয়েছে ৫১৪৭ কোটি ডলার। এ বিষয়ে আরও জানা গিয়েছে, সব মিলিয়ে গত মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৩৮৭ কোটি ডলার। যা ১ বছর আগে ৮২০ কোটি ডলার ছিল। চলতি অর্থবর্ষের প্রথম ৫ মাসে এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত রফতানি ৬৬.৯২ শতাংশ বেড়ে হয়েছে ১৬,৩৬৭ কোটি ডলার। উল্লেখ্য, আমদানি ৮১.৮৫ শতাংশ বেড়ে ২১,৯৫৪ কোটি ডলার।

