ইডা-র প্রভাবে নিউ ইয়র্কে হড়পা বানের সতর্কতা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইডা-র তাণ্ডবে মৃতের সংখ্যা ২০। আমেরিকায় ঘূর্ণিঝড় ইডা-র প্রভাবে বিপর্যস্ত সেখানকার উত্তর-পূর্বাংশ। সূত্রের খবর, প্রবল বৃষ্টিপাত ও হড়পা বানে নিউ ইয়র্কে মৃত্যু হয়েছে ১১ জনের মতো। মৃতদের মধ্যে শিশুও রয়েছে। প্লাবিত হয়েছে সাবওয়ে-সহ রেললাইনও। অন্যদিকে জলের তলায় রয়েছে একাধিক স্টেশনও। ট্রেন চলাচল বন্ধ করতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন। এমনকী জরুরি অবস্থাও জারি করা হয়েছে। হড়পা বানের দাপটে বাড়ির বেসমেন্টে আটকে গিয়েছেন বহু মানুষ। উদ্ধারকার্যে নামে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। আমেরিকার জাতীয় আবহাওয়া দফতর এই প্রথম নিউ ইয়র্কে হড়পা বানের সতর্কতা জারি করেছে।

