Sunrise 0Lifestyle 

সুপ্রভাত

আজ: রবিবার ২৬ ভাদ্র ১৪২৮; ই: ১২ সেপ্টেম্বর ২০২১

দুর্গাপূজার আর মাত্র ২৯ দিন!!!

অক্ষয় ষষ্ঠী
সূর্য ষষ্ঠী
মন্থান ষষ্ঠী

জন্মদিনঃ বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
———–অরুণাচল বসু

তিথি: শুক্ল ষষ্ঠী, রাত্রি ০৭:৪৫ পর্যন্ত, পরে শুক্ল সপ্তমী;
বিশাখা নক্ষত্র, দুপুর ০১:১০ পর্যন্ত, পরে অনুরাধা নক্ষত্র;
জন্মরাশি: তুলা, সকাল ০৭:৩৪ পর্যন্ত, পরে বৃশ্চিক রাশি;
সূর্যোদয়: ০৫:২৫/ সূর্যাস্ত: ০৫:৩৯
(সূর্যসিদ্ধন্ত)

জোয়ার:- দিন- ০২:৩২; রাত-০২:৩৭
ভাটা:- দিন- ০৭:২২; রাত- ০৭:২৭

শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার ১৪২৮ সনের নির্ঘন্ট:

মা দুর্গার ঘোটকে আগমন। ফল:- ছত্রভঙ্গস্তুরঙ্গমে।
মা দুর্গার দোলায় গমন। ফল:- দোলায়াং মড়কং ভবেৎ।

পঞ্চমী: ২৪ অশ্বিন ১৪২৮, ইং ১১ অক্টোবর ২০২১, সোমবার। পঞ্চমী তিথি থাকবে প্রাতঃ ০৬:২৩ পর্যন্ত।

ষষ্ঠী: গতে ০৬:২৩ শ্রী শ্রী দূর্গাষষ্ঠী। মহাষষ্ঠী শেষরাত্রি ০৪:০৩ পর্যন্ত, দেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজারম্ভ। সায়ং কালে বোধন, আমন্ত্রণ ও অধিবাস।

সপ্তমী: ২৫ অশ্বিন ১৪২৮, ইং ১২ অক্টোবর ২০২১, মঙ্গলবার। মহা সপ্তমী তিথি থাকবে রাত্রি ০১:৪৬ পর্যন্ত। অদ্য সকাল ৮:২৯ এর মধ্যে দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন। সপ্তম্যাদি কল্পারম্ভ ও দেবীর সপ্তমী বিহিত পূজারম্ভ।

অষ্টমী: ২৬ অশ্বিন ১৪২৮, ইং ১৩ অক্টোবর ২০২১, বুধবার। মহাষ্টমী তিথি থাকবে রাত্রি ১১:৪৮ পর্যন্ত। অদ্য সকাল ৮:২৯ এর মধ্যে দেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও বিহিত পূজারম্ভ। মহাষ্টমী ব্রত ও পুষ্পাঞ্জলি।
সন্ধিপূজা: রাত্রি ১২:১২-র মধ্যে সন্ধিপূজা। রাত্রি ১১:২৪ এর পরে সন্ধিপূজারম্ভ। ১২:১২-র মধ্যে সন্ধিপূজা সমাপন।

নবমী: ২৭ অশ্বিন ১৪২৮, ইং ১৪ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার। মহানবমী তিথি থাকবে রাত্রি ০৯:৫১পর্যন্ত। পূর্বাহ্নে দেবীর মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজারম্ভ এবং নবরাত্রিক ব্রত সমাপন।

দশমী:২৮ অশ্বিন ১৪২৮, ইং ১৫ অক্টোবর ২০২১, শুক্রবার দশমী তিথি থাকবে রাত্রি ০৮:২০পর্যন্ত। পূর্বাহ্নে ৮:৪১গতে দেবীর কেবল দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন। বিসর্জনান্তে অপরাজিতা পূজা, বিজয়া দশমী কৃত্য।

কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া

সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডি. সে./সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডি. সে.।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতা: ৮০%
বায়ু প্রবাহের সর্বাধিক গতি: ২৪ কিমি/ঘন্টা
বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা।

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Related posts

Leave a Comment