Madhyamik-1Education Others 

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের টেস্ট প্রক্রিয়া

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানানো হয়েছে, আগামী ১৩ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে মাধ্যমিকের টেস্ট প্রক্রিয়া নেওয়া হবে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে আরও জানানো হয়, টেস্টের প্রশ্নপত্র করবে স্কুলই। এক্ষেত্রে পূর্ণমান ও প্রশ্নের ধাঁচ হবে মাধ্যমিকের মতোই। অন্যদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও সূত্রে জানানো হয়, যেসব ১২টি বিষয়ের পূর্ণমান ৫০-এর কম, তার টেস্ট পূর্ণমানেরই হবে। এছাড়া অন্য বিষয়ের পূর্ণমান ৭০ বা ৮০, সেক্ষেত্রে তার টেস্ট হবে ৫০ নম্বরের। উচ্চ মাধ্যমিকের টেস্ট নিতে হবে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে, এমনটাও জানানো হয়।

Related posts

Leave a Comment