আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু নিয়ে সিদ্ধান্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আন্তর্জাতিক উড়ান এখনই চালু করা সম্ভব নয়। সূত্রের খবর, নির্ধারিত সূচি অনুযায়ী ভারত থেকে আন্তর্জাতিক উড়ান আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চালু হচ্ছে না। উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ সূত্রে জানানো হয়েছে, কবে পরিষেবা চালু হবে তা পরে জানানো হবে। করোনার ওমিক্রন স্ট্রেন নিয়ে নতুন আশঙ্কা তৈরি হওয়াতে এই সিদ্ধান্ত। এই সংক্রান্ত বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক হয়। সব দিক খতিয়ে দেখে তবেই আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু হবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, আপাতত পূর্বের মতোই দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী বিভিন্ন দেশে উড়ান পরিষেবা চলবে বলে জানানো হয়েছে।

