উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম পূরণে নিয়ন্ত্রণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম পূরণ করার সময়ে স্কুল চত্বরে একসঙ্গে ১০ জনের বেশি পড়ুয়া প্রবেশ করতে পারবে না বলে জানানো হয়েছে। একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে একথা জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ফর্ম পূরণের সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং করোনা-বিধি মেনে ফর্ম ফিলাপ হচ্ছে কিনা, তা স্কুল কর্তৃপক্ষকেই নজরদারি করতে হবে। এক্ষেত্রে আরও বলা হয়েছে, ফর্ম পূরণের সময়সীমা পূর্বে বলা নির্ধারিত সূচি অর্থাৎ আজ ৬ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত। লেট ফাইন দিয়ে ফর্ম পূরণ করা যাবে আগামী ২০ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত।

