ভারতীয় ব্যাডমিন্টনের নেতৃত্বে লক্ষ্য সেন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় ভারতীয় ব্যাডমিন্টনের নেতৃত্বে নতুন তারকা লক্ষ্য সেন। উল্লেখ করা যায়, ভারতীয় ব্যাডমিন্টনে সাম্প্রতিক কালে বিশ্বের সেরা তারকা সিঙ্গাপুরের লো কিন ইউকে পরাজিত করেন। প্রথম ইন্ডিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়েছেন তিনি।
ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাদুকোন ও গোপিচাঁদও এই সাফল্য পাননি। এশিয়া টিম ব্যাডমিন্টনে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ইন্ডিয়া ওপেন চ্যাম্পিয়ন লক্ষ্য। তিনি মন্তব্য করেছেন, এশিয়া টিম ব্যাডমিন্টন নেতৃত্ব দিতে পেরে তিনি সম্মানিত বোধ করেছন।

