আইপিএল নিলাম : ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবারের নিলামে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়দের দেখা যাবে না বলে মনে করা হচ্ছে । অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররা অনেকেই এবার বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন । এই দল বিশ্বকাপ জয়ী হয়েছে ইংল্যান্ডকে ৪ উইকেটে পরাজিত করে। নিয়মের গেরোয় পড়ে কেন আইপিএল নিলামে অংশ নিতে পারবেন না ক্রিকেটাররা, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এক্ষেত্রে একাংশের বক্তব্য, বিসিসিআই-র নতুন নিয়ম চালু করা উচিত। এই সব ক্রিকেটারদের জন্য নিয়মের ক্ষেত্রে বদল আনা উচিত। একাধিক ফ্র্যাঞ্চাইজি এই ক্রিকেটারদের দলে নিতে চাইলেও তা পারছেন না।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটা অংশ মনে করেন, হরনূর সিং, ভিকি ওস্তওয়াল, রাজ বাওয়া, শেক রশিদ, দীনেশ বানা, নিশান্ত সিন্ধু, অংকৃষ রঘুবংশী, রবি কুমার, ইয়াশ ধুল সহ বেশ কিছু ক্রিকেটারদের এবার আইপিএল নিলামে সুযোগ পাওয়া উচিত। নিয়ম অনুযায়ী বলা হয়েছে, অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের কমপক্ষে একটি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলতে হবে। তারপর আইপিএল নিলামের জন্য তাঁদের নাম নথিভুক্ত করা হবে। আবার সিনিয়র পর্যায়ে ঘরোয়া ক্রিকেট খেলার অভিজ্ঞতা না থাকলে আইপিএল নিলামের আগে বয়স ১৯ বছরের বেশি হতে হবে।
উল্লেখ করা যায়, করোনার আবহে ঘরোয়া ক্রিকেট সেভাবে হয়নি। চলতি বছর ১৭ ফেব্রুয়ারি রঞ্জি ট্রফির প্রথম ম্যাচ। এবারে রঞ্জি ট্রফিতে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অনেক ক্রিকেটারকে দেখা যাবে। তবে ১২- ১৩ ফেব্রয়ারি আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হলে জুনিয়র ক্রিকেটারদের আর সুযোগ থাকবে না। বিসিসিআই এক্ষেত্রে নিয়মে বদল আনলে সুযোগ আসতে পারে।

