Biswanath Suresh-Raman-1Others Sports 

জর্ডনে এশীয় যুব-জুনিয়র বক্সিংয়ে বিশ্বনাথ-রামন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শেষ চারে ভারতের বিশ্বনাথ ও রামন। জর্ডনে চলতি এশীয় যুব ও জুনিয়র বক্সিং প্রতিযোগিতার শেষ চারে পৌঁছে গেলেন ভারতের বিশ্বনাথ সুরেশ ও রামন। ৪৮ কেজি বিভাগে বিশ্বনাথ ৪-১ ফলাফলে পরাজিত করলেন তাজিকিস্তানের মেরোজ জোইদভকে। শেষ চারে তাঁর প্রতিপক্ষ উজবেকিস্তানের মিরাজিলোন মাভলোনভ। ৫১ কেজি বিভাগে রামন ৫-০ ফলাফলে পরাজিত করলেন জর্ডনের বক্সার ইয়াজান আলবিতারকে। তাঁর পরের প্রতিপক্ষ উজবেকিস্তানেরই খুজানাজর নোর্তোজিয়েভ।

Related posts

Leave a Comment