আইপিএলে বোলিং কোচের ভূমিকায় মালিঙ্গা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজস্থানের বোলিং গুরু এবার লাসিথ মালিঙ্গা। আইপিএলে আবারও দেখা যাবে তাঁকে। এবার ক্রিকেটার হিসেবে থাকছেন না মালিঙ্গা। শ্রীলঙ্কার প্রাক্তন এই ক্রিকেটারকে দেখা যাবে বোলিং কোচের ভূমিকায়। রাজস্থান রয়্যালসের হয়ে কাজ করবেন প্রাক্তন শ্রীলঙ্কা পেসার লাসিথ মালিঙ্গা। পাশাপাশি তাঁর সঙ্গে ‘টিম ক্যাটালিস্ট’ হিসেবে ফিরছেন প্যাডি আপ্টন।

