10th class studentsEducation Others 

একাডেমিক ক্যালেন্ডার-নির্দেশিকা প্রকাশ পর্ষদের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আগামী বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা নেওয়ার বিষয়ে পূর্বেই জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। টেস্ট পরীক্ষার সূচি অনুযায়ী জানা গিয়েছে, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ।

পর্ষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হয়েছে, ২০২৩ সালের মাধ্যমিকের সিলেকশন টেস্ট পরীক্ষা নিতে হবে ১৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে। মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নেওয়া ছাড়াও ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত একাডেমিক ক্যালেন্ডারও প্রকাশ করা হয়েছে।

মধ্যশিক্ষা পর্ষদের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী জানা যায়, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রথম পর্যায়ের মূল্যায়ন ৭ মে-র মধ্যেই নেওয়া হবে। আবার দ্বিতীয় পর্যায়ের সামেটিভ মূল্যায়ন প্রক্রিয়া ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত করতে হবে ২০ আগস্টের মধ্যে। তৃতীয় পর্যায়ের সামেটিভ মূল্যায়ন প্রক্রিয়া ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত করতে হবে ২৫ নভেম্বর থেকে ৭ ডিসেম্বরের মধ্যে।

এইসব পরীক্ষাগুলির প্রশ্নপত্র কেমন হবে বা স্কুলগুলি কিভাবে প্রশ্ন করবে সেই
সংক্রান্ত বিষয়েও বিশদ নির্দেশিকা প্রকাশ করেছে পর্ষদ। বিজ্ঞপ্তির মাধ্যমে বোর্ড জানিয়েছে,প্রত্যেকটি পরীক্ষাতেই স্কুলগুলি নিজস্ব প্রশ্নপত্র করবে। এক্ষেত্রে প্রশ্নের উপরের অংশে স্কুলগুলিকে তাদের নিজেদের নাম লিখতে হবে।

পাশাপাশি প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক – শিক্ষিকাদের কীভাবে প্রশ্ন হবে ও প্রশ্নপত্রের ধরন কেমন হবে, ওয়েবসাইটে তা জানাতে হবে। এ বিষয়ে আরও বলা হয়েছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পুরো সিলেবাসের ওপরেই পরীক্ষা নেওয়া হবে। একাডেমিক ক্যালেন্ডার না থাকার কারণে পড়ুয়াদের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। এবার সেই সমস্যা মিটেছে বলে মনে করা হচ্ছে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment