আসানসোল উপনির্বাচনের প্রচার তুঙ্গে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন ১২ এপ্রিল। প্রচারের জন্য হাতে সময় কম। সব রাজনৈতিক দলগুলি ময়দানে। শেষলগ্নে জোরকদমে চলছে প্রচার । এই লোকসভার বিভিন্ন জায়গায় প্রচার করছেন তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও বাম প্রার্থীরা। দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে হেভিওয়েটরাও। রীতিমতো প্রচারে ঝড়। দলীয় প্রার্থীর সর্মথনে কর্মী-সমর্থকরা তীব্র গরমকে উপেক্ষা করে ছুটে চলেছেন।
এই উপ নির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা। বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল। লাগাতার প্রচার চলছে। শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচারে অংশ নিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। আসানসোলের মাটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়,বিধান উপাধ্যায়, মন্ত্রী ব্রাত্য বসু ,শ্রীকান্ত মাহাতো,সায়নী ঘোষ,সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব প্রচারে সামিল হয়েছেন।
অন্যদিকে এই লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে প্রচার করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব,সৌমিত্র খাঁ প্রমুখেরা অংশগ্রহণ করছেন।
প্রচারে একে অপরের দিকে অভিযোগের তীর। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে শাসক দল তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। উপনির্বাচনের বাম প্রার্থী পার্থ মুখোপাধ্যায়ের হয়ে প্রচারে দেখা গিয়েছে ঐশী ঘোষকে। লাল শিবিরের পক্ষ থেকে নির্বাচনী প্রচারে এই উপনির্বাচনকে অকাল নির্বাচন বলে দাবি করা হয়েছে। প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করতেও ছাড়ছেন না।

