চার্লি চ্যাপলিনের জন্ম দিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ১৮৮৯ সালের ১৬ এপ্রিল। চার্লি চ্যাপলিন জন্মগ্রহণ করেছিলেন। কৌতুক অভিনেতা হিসেবে তিনি আজও জনপ্রিয়। তাঁর সম্পূর্ণ নাম চার্লস স্পেনসার চ্যাপলিন। তাঁর বিখ্যাত ছবিগুলির মধ্যে অন্যতম হল- দ্য কিড, দ্য গোল্ড রাশ, মডার্ন টাইমস ও দ্য গ্রেট ডিক্টেটর প্রভৃতি। তাঁর জন্ম দিবসে আমাদের স্মরণ।

