hardware and courseBreaking News Education Others Technology 

উচ্চমাধ্যমিকের পর পছন্দমতো কেরিয়ার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: উচ্চমাধ্যমিকের পর কোন পথে যাবেন তা নিয়ে ভাবনা বিস্তর। অনেক পড়ুয়ারা বাঁধা ছকের বাইরে যেতে আগ্রহী। পছন্দমতো কেরিয়ার গড়ার দিকে সবার চোখ থাকা উচিত। আধুনিক যুগে পেশাভিত্তিক পড়াশুনার বাইরে গিয়ে এক বা একাধিক বিষয় রয়েছে। এক্ষেত্রে প্রশিক্ষণ নিতে পারলে ভালো কাজের জগতে পৌঁছে যাওয়া যায়। আমরা সেই সব বিষয়গুলি বিশেষজ্ঞদের মূল্যবান মতামত সহ তুলে ধরার চেষ্টা করি ছাত্র-ছাত্রীদের কথা ভেবে।
উচ্চমাধ্যমিকের পর নেওয়া যেতে পারে-(১) ওয়েব ডিজাইনিং কোর্স, (২)ক্রিয়েটিভ রাইটিং,(৩)বিদেশি ভাষা শিক্ষা,(৪)হার্ডওয়ার ও নেটওয়ার্কিং কোর্স (৫) ফায়ার এন্ড সেফটি এডুকেশন প্রভৃতি।

(৪)হার্ডওয়ার ও নেটওয়ার্কিং কোর্স -কম্পিউটারে আগ্রহী হলে এই কোর্স বেছে নিতে পারেন। বর্তমান সময়ে এই কোর্সটির প্রতি উৎসাহ বেড়েছে। দেশে ও বিদেশে প্রচুর চাকরির সুযোগও রয়েছে। একাধিক কর্মস্থলে নেটওয়ার্কিং-র ওপর কাজ হয়ে থাকে। ব্যাঙ্ক,এডুকেশন,মিডিয়া,মেডিক্যাল-সহ বহু কর্মক্ষেত্রে এই সংক্রান্ত কাজ হয়ে থাকে। ইন্টারনেট,সার্ভার,সুইচ ও ল্যান সহযোগে নেটওয়ার্কিং সিস্টেম তৈরি হয়।

এক সঙ্গে একাধিক কম্পিউটারে কাজ করা,ডেটা কালেকশন,ডেটা ট্রান্সফার-সহ একাধিক কাজ করার জন্য নেটওয়ার্কিং সিস্টেম কম্পিউটার রিলেটেড কাজের জগতে রীতিমতো বিপ্লব ঘটিয়েছে। যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়া,সমস্যা দূর করা সহ নেটওয়ার্কিং কাজের ক্ষেত্রে প্রশিক্ষিত কর্মীর প্রয়োজনও হয়।
এই বিষয়ের ওপর সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স করানো হয় বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে। এক্ষেত্রে ডিপ্লোমা কোর্সগুলির জন্য উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা প্রয়োজন হয়। বিজ্ঞান শাখার ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার। (ক্রমশ)

Related posts

Leave a Comment