ইউপিএসসি-র ফল: বঙ্গের অঙ্কিতা দ্বিতীয়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ইউপিএসসি পরীক্ষায় দ্বিতীয় কলকাতার মেয়ে অঙ্কিতা আগরওয়াল। এ বছর ইউপিএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে দেখা যায়, প্রথম হয়েছেন শ্রুতি শর্মা, দ্বিতীয় অঙ্কিতা। তৃতীয় গামিনী শিংলা। চতুর্থ হয়েছেন ঐশ্বর্য বর্মা। এছাড়া দমদমের শুভম শুক্ল ৪৩ তম এবং মেদিনীপুরের ইন্দ্রাশিস দত্ত ৯৪ তম স্থানে।
সাফল্যের প্রশ্নে অঙ্কিতা আগরওয়াল সাংবাদিকদের বলেছেন, “অভিভাবকরা প্রথম থেকেই আমাকে এই পরীক্ষায় সাফল্য পাওয়ার পথে সাহায্য করেছেন। কখনও নিজেদের স্বপ্ন চাপিয়ে দেননি অভিভাবকরা। এ বিষয়ে তাঁর আরও প্রতিক্রিয়া, আমার মা-বাবা কখনই আমার কেরিয়ার নিয়ে আমাকে কোনও একটি পথে যেতে বাধ্য করেননি।
ইউপিএসসি সূত্রের খবর,এবারের পরীক্ষায় কমিশন মোট ৬৮৫ জন প্রার্থীকে নিয়োগ করার কথা জানিয়েছে। মোট ৭৪৯টি শূন্যপদের ঘোষণা করে ইউপিএসসি। তার মধ্যে ১৮০ জন হবেন আইএএস, ৩৭ জন হবেন আইএফএস, ২০০ জন হবেন আইপিএস এবং ২৪২ জন সেন্ট্রাল সার্ভিস গ্রুপ-এ ও ৯০ জন হবেন গ্রুপ-বি।

