বিমান বসু ফের চেয়ারম্যান পদে বহাল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে আবারও প্রবীণ নেতা বিমান বসুকেই বহাল রাখল সিপিএম রাজ্য কমিটি। উল্লেখ করা যায়, সিপিএমের বয়সের কোটার নিরিখে রাজ্য কমিটি থেকে সরে যেতে হয় সিপিএমের প্রবীণতম এই নেতাকে। এরপর রাজনৈতিক মহলে চর্চা চলে বামফ্রন্টের চেয়ারম্যান পদ থেকে বিমান বসুকে সরানোর বিষয়টি নিয়ে। পরবর্তী চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয় পার্টির অন্দরে।
বামফ্রন্টের বেশিরভাগ শরিকদলই বিমান বসুকেই চেয়ারম্যান হিসেবে রেখে দেওয়ার পক্ষে মত প্রকাশ করেন। সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এক্ষেত্রে রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, বামফ্রন্টের শরিক দলগুলির সঙ্গে বিমান বসুর সম্পর্ক বেশ ভালো। অবিভাবক হিসেবেও তাঁকে অনেকে মনে করেন । অন্যদিকে বিমান বসুকে আবারও চেয়ারম্যান পদে বহাল রেখে বামফ্রন্টের নিয়ন্ত্রণ ধরে রাখার কৌশল গ্রহণ করল আলিমুদ্দিন স্ট্রিট,এমনও মনে করছেন অনেকে। (ছবি: সংগৃহীত)

