Aniska and gold,Others Sports 

মালয়েশিয়ায় অনিস্কার সোনা জয়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ৬ বছর বয়সী অনিস্কার সোনা জয় দাবায়।মালয়েশিয়ায় রাপিড দাবায় চমক দিল খুদে এই দাবাড়ু। সে তার নিজের গ্রুপে চ্যাম্পিয়ন হল। অনিস্কা বিয়ানি ৪পয়েন্ট অর্জন করে সোনা জয়ী হয়েছে। ক্লাস ওয়ানের ওই ছাত্রী ইতিপূর্বে অনুর্ধ সাত ফিডে রেটিং দাবায় অংশগ্রহণ করেছিল অনিস্কা ।

Related posts

Leave a Comment