durga and weaponsOthers 

জেনে নিন : দেবী দুর্গার দশ-অস্ত্র সম্পর্কে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মাতৃরূপের আরাধনা। বাঙালির মা দুর্গা। দেবী মায়ের বন্দনা। মা পূজিতা হন সকল ভক্তদের কাছে। কোথাও তিনি “কন্যা কুমারী” নামে পূজিতা। আবার কোথাও জয়দুর্গা মা। কোথাও তিনি “অম্বিকা” । দেবী দুর্গার ১০ অস্ত্রের কথা বলে থাকি আমরা। পণ্ডিত ও শাস্ত্র-বিশেষজ্ঞদের বিবরণ অনুযায়ী বলা হয়ে থাকে-(১)ত্রিশূল: দেবী দুর্গার হাতে ত্রিশূল দিয়েছিলেন মহাদেব। ত্রিশূলের ৩টি ফলা থাকে। এই ফলা তিন গুণকে ব্যাখ্যা করে। স্বত্ব,তমো: ও রজ। (২) গদা: যা যমরাজ মহামায়ার হাতে তুলে দিয়েছিলেন। (৩) বজ্রাস্ত্র:দুর্গা মায়ের হাতে দেবরাজ ইন্দ্র তুলে দিয়েছিলেন বজ্রাস্ত্র। (৪) সাপ : শেষ নাগ দিয়েছিলেন নাগহার। পুরাণ মতে বলা হয়,বিশুদ্ধ চৈতন্যের প্রতীক হল সাপ। (৫) অগ্নি : দেবীকে অগ্নিদেব দিয়েছিলেন এই অস্ত্র। জ্ঞান ও বিদ্যার প্রতীক হিসেবে এটি বর্ণনা করা হয়। (৬) শঙ্খ: দেবী মহামায়ার হাতে বরুণ তুলে দিয়েছিলেন শঙ্খ। যা জীব জগতে প্রাণের সৃষ্টি করে থাকে। (৭) চক্র : মহামায়ার হাতে চক্র তুলে দিয়েছিলেন শ্রীবিষ্ণু। সমস্ত সৃষ্টি ও জগতের কেন্দ্রে অধিষ্ঠান করে থাকেন দেবী দুর্গা। (৮) তির-ধনুক : বায়ু দেবী মায়ের হাতে এই অস্ত্র তুলে দিয়েছিলেন। শক্তির প্রতীক হিসেবে যা বর্ণনা করা হয়। (৯) পদ্ম: ব্রম্ভা মহামায়ার হাতে পদ্ম তুলে দিয়েছিলেন। (৯) তলোয়ার : এই অস্ত্র বুদ্ধির প্রতীক। অন্ধবিশ্বাসকে অতিক্রম করতে পারে।

Related posts

Leave a Comment