একনজর ত্রিপুরা সহ ৩ রাজ্যের প্রাথমিক ফল
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের একনজর। বিজেপি এগিয়ে ২৯টি আসনে। বাম ও কংগ্রেস জোট ১৮টি আসনে এগিয়ে। অন্যদিকে ত্রিপামোথা ১১টি আসনে আপাতত এগিয়ে। তৃণমূল ১টি আসনে এগিয়ে ছিল।মেঘালয় রাজ্যের ফলাফল: এনপিপি এই মুহূর্তে ২৬টি আসনে এগিয়ে। তৃণমূল ৭টি আসনে এগিয়ে। কংগ্রেস ৪ টি আসনে এগিয়ে। বিজেপি ৪টি আসনে এগিয়ে রয়েছে।পাশাপাশি নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে বিজেপি জোট ৪০টি আসনে এগিয়ে। এনপিএফ ৩টি আসনে এগিয়ে। এনপিপি ২টি এবং কংগ্রেস কোনও আসনে এগিয়ে নেই ।পশ্চিমবঙ্গের সাগরদিঘির উপনির্বাচনে বাম-কংগ্রেস জোট অনেকটাই এগিয়ে রয়েছে। (ছবি: সংগৃহীত)

