rabichandan and recordBreaking News Others Sports 

রবিচন্দন অশ্বিনের রেকর্ড

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন ভারত অধিনায়ক ও ভারতের অন্যতম ফাস্ট বোলার কপিল দেবকে টপকে গেলেন রবিচন্দন অশ্বিন। কপিল দেব ৩৫৬টি আন্তর্জাতিক ম্যাচে ৬২৭টি উইকেট পেয়েছেন। অশ্বিন সেই রেকর্ড ভাঙলেন। তিনি ২৬৯টি ম্যাচে ৬৮৯ টি উইকেট দখল করলেন। এখন রবিচন্দন অশ্বিনের সামনে রয়েছেন অনিল কুম্বলে ও হরভজন সিং।

Related posts

Leave a Comment