asian games and indiaBreaking News Others Sports World 

এশিয়ান গেমসের ছাড়পত্র সুনীলদের

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি :এশিয়ান গেমসে যাবেন সুনীল ছেত্রীরা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ফুটবল দলকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করল। ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ভারতের মহিলা এবং পুরুষ ফুটবল দলকে এশিয়ান গেমসে খেলার ছাড়পত্র দেওয়া হল। ফুটবলের জনপ্রিয়তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভারতীয় ফুটবল দলের কোচ ইগর ও সুনীল ছেত্রী অনুরোধ করেছিলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে ভারতীয় ফুটবল দলকে এশিয়ান গেমসে পাঠানোর বিষয়ে।

চিনের মাটিতে ভারতের সম্মান তুলে ধরার কথা উল্লেখ করা হয়। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক শেষ পর্যন্ত রাজি হয়। ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবের ভূমিকাও রয়েছে। এশিয়ান গেমসে সুনীল ছেত্রীরা ছাড়াও এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে ভারতের মহিলা ফুটবল দলও। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আবেদনের ভিত্তিতে বিশেষ অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment