নীলষষ্ঠী-র আচার পালন করা হয় কেন জানেন?
নীলকণ্ঠ শিবের অপর নাম। চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের পূর্বদিন নীলপুজো অনুষ্ঠিত হয়ে থাকে। নীলষষ্ঠী এক লৌকিক উৎসব। হিন্দু সমাজের কাছে মহাদেবের এই পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রচলিত নিয়ম বা শাস্ত্রীয় পণ্ডিতদের মত অনুযায়ী বলা হয়েছে,নীল বা শিবের সাথে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে উপলক্ষে এই লৌকিক আচার পালন করা হয়। নীলপুজো শিব ও নীলাবতীর বিবাহ অনুষ্ঠানের বিষয়। সামাজিক মতে, হিন্দু মায়েরা নীলষষ্ঠীর আয়োজন করেন সন্তানের মঙ্গল ও আয়ু বৃদ্ধির কামনায়। এ বছর ১২ এপ্রিল বাংলা ২৯ চৈত্র নীলপুজোর আয়োজন হবে। নীলের গানকে বলা হয় অষ্টক গান। নীলের ব্রত নিষ্ঠাভরে পালন করলে সন্তানের অমঙ্গল হয় না বলে প্রচলিত রয়েছে আজও।

