ma sarada kathaEducation Entertainment Others 

মা সারদা কথা

মা সারদা একটি কথা বলেছেন,”ভগবান দর্শন বলো,ধ্যান বলো,সবই মন। নিত্য ধ্যান করবে। কাঁচা মন কিনা। ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে।”…. মাতা সারদা জগতের সেবা করেছেন নিরলসভাবে। তাঁর মতো মাতৃভাব জগতে খুবই কম দেখা গিয়েছে। অভাব-অনটনের মাঝে দাঁড়িয়েও তাঁর উপলব্ধির কথা তিনি তুলে ধরেছেন। দেবী সারদার কথায়,” একশো জনকে খাওয়াতে হবে না,কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও।” শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী মা সারদা বলেছেন,ঈশ্বর ছাড়া কোন কিছু হওয়ার সাধ্য নেই। একটা ঘাসও নড়ে না। মা সারদা সবচেয়ে সহনশীল ছিলেন এবং সব ধর্মকে মর্যাদা দিয়েছেন। সারদা মা-র মুখ থেকে শোনা গিয়েছে,”সন্তোষের সমান ধন নেই,আর সহ্যের সমান গুণ নেই।”

Related posts

Leave a Comment