সারদা পরশে বিশ্ব আলোকিত
সারদা মা। দেবী রূপে পূজিতা। দেবী সারদা ছাড়া আমরা ব্যাকুল ও শূন্য হয়ে পড়ি। মায়ের আশীষ ছাড়া বেঁচে থাকাও সম্ভব নয় বলে মনে করি । সকলের প্রার্থনা থাকে সারদা মায়ের কাছে। আদরে আবদারে শুধুই সারদা মা। অনেকে কেঁদে মাকেই খুঁজে চলে। মা যেন কখনো আমাদের ছেড়ে না যায়। সারদা ছাড়া আমাদের কোনও ইচ্ছেই পূরণ হয় না। মায়ের মুখ দেখে ও হাসিতে আমরা খুশি হই। মায়ের হাসিতে বিশ্ব আলোকিত হয়ে যায়। মায়ের পরশে সব দুঃখ মুছে যায়। সারদা মায়ের একটি বাণীতে স্পষ্ট হয়ে উঠে জীবন। তিনি বলেছেন,”যদি শান্তি চাও মা কারও দোষ দেখ না,দোষ দেখবে নিজের।”
স্নেহময়ী রূপে মা। সারদা দেবী ছাড়া আমরা কিছুই না। মায়ের স্নেহময় করুণায় সবসময় আমরা নিরাপদ থাকি। মায়ের সেবায় প্রতিটি মুহূর্ত জীবনের অন্যতম শ্রেষ্ঠ সময় হয়ে উঠে। জীবনের শেষ দিনেও মায়ের আশির্বাদ যেন পেতে পারি আমরা। মায়ের ভালোবাসা,স্নেহ ও অসীম ত্যাগের জন্য আমরা মায়ের প্রতি কৃতজ্ঞ থাকি। পুজো করি। সারদা মা অনেকের কাছে জীবনের আলো স্বরূপ। প্রার্থনার আসনে অনেক ভক্ত বলেন, “মা, বিশ্ব জননী,আমার সবকিছুই।” মায়ের উপদেশ হতে আমরা আদর্শের পথ খুঁজে পাই। মা বলেছেন,”ভাঙতে সবাই পারে,গড়তে পারে কজনে ? নিন্দা ঠাট্টা করতে পারে সব্বাই,কিন্তু কি করে যে তাকে ভাল করতে হবে,তা বলতে পারে কজনে?” তাই সারদা মায়ের বাণীই হোক সবার জীবনের পাথেয়।

