ফুড ফর কার্ফু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : “ফুড ফর কার্ফু”। নাগপুর ও সংলগ্ন এলাকায় এই উদ্যোগ। সূত্রের খবর, দুই মুসলিম যুবক লকডাউন পরিস্থিতিতে খাবারের প্যাকেট ও মুদির দোকানের সামগ্রী বিতরণ করে চলেছেন। সাব্বির হুসেন ও হুজাইফা হুসেন নামে ২ যুবক নাগপুরে এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানা যায়।

