Corona TreatmentHealth Others 

চিকিৎসা কর্মীদের জন্য পিপিই সঙ্কট নেই, জানাল কেন্দ্র

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রাথমিকভাবে চিকিৎসা কর্মীদের জন্য পিপিই বা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর অভাব হলেও তা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলে দাবি করল কেন্দ্র। স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল জানিয়েছেন, দেশে পিপিই নেই বলে প্রচার চালিয়ে ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে। প্রথমত সকলের পিপিই কিটের প্রয়োজন হয় না। পিপিই কিট ব্যবহারের ক্ষেত্রেও ৩ ধরনের নিয়ম রয়েছে। যাঁরা সাফাইকর্মী, তাঁদের এন-৯৫ মাস্ক ও গ্লাভস পরলেই চলবে। যাঁরা চিকিৎসাকর্মী, তাঁরা গ্লাভস ও মাস্ক বা শরীর ঢাকা কাপড় পরতে পারেন। যাঁরা জরুরি পরিষেবা, মর্গ বা ল্যাবরেটরিতে কাজ করছেন, তাঁদের জন্য মাথা থেকে পা পর্যন্ত ঢাকা পোশাকের দরকার। উল্লেখ্য, অনেক ক্ষেত্রে একবার বা দু-বার ব্যবহারের পর এন-৯৫ মাস্ক ফেলে দেওয়া হচ্ছে। অথচ সেগুলি পরে ৮ ঘন্টা কাজ করা সম্ভব। তাই পিপিপি সামগ্রী আরও বিবেচনা করে ব্যবহারের উপরে জোর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক।

Related posts

Leave a Comment