ডাকঘরে আগামী জুন মাস পর্যন্ত টাকা জমা করা যাবে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অনেক গ্রাহক পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে টাকা জমা করতে পারছেন না, এই বিপর্যস্ত পরিস্থিতিতে। সমস্যায় এজেন্টরাও। সূত্রের খবর, রেকারিং ডিপোজিট, পিপিএফ এবং সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে নির্দিষ্ট সময়ে টাকা জমা না পড়ে, তা না হলে পেনাল্টি বা রিভাইভাল ফি বাবদ বাড়তি টাকা গুনতে হয় গ্রাহক বা এজেন্টদের। সেই টাকা জমা করায় সমস্যা বেড়েছে, এক্ষেত্রে আগামী জুন মাস পর্যন্ত গত মার্চ এবং চলতি এপ্রিল মাসের টাকা জমা করা যাবে। কোনও পেনাল্টি বা রিভাইভাল ফি বাবদ বাড়তি টাকা দিতে হবে না। ভারতীয় ডাক বিভাগ সূত্রের খবর, এই বিষয়ে অর্থ মন্ত্রকের অনুমোদনও মিলেছে। পোস্ট অফিসগুলির সফটওয়্যারেও বদল আনা হয়েছে বলে জানাল ডাক বিভাগ।

