আপৎকালীন পরিস্থিতিতে রেলের আইসোলেশন কোচ তৈরি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আইসোলেশন কোচ তৈরি করল পূর্ব রেল। রেল সূত্রের খবর, পূর্ব রেলের ৯টি ওয়ার্কশপে মোট ৩৮০টি আইসোলেশন কোচ তৈরি হয়েছে। প্রাথমিকভাবে রেল বোর্ডের পক্ষ থেকে লক্ষ্যমাত্রা ছিল ৩৩৮টি। পর্যাপ্ত সংখ্যক কোচ তৈরি হয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা বাড়লে আপৎকালীন পরিস্থিতিতে ওই কোচ পাঠিয়ে আক্রান্তদের চিকিৎসার বন্দোবস্ত করা হবে বলেও রেল সূত্রে জানান হয়েছে।

