পরিবার পরিকল্পনার বিষয়েরও কেন্দ্রের নির্দেশিকা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিপর্যস্ত পরিস্থিতি হলেও যেন কোনও অবস্থায় সরকারি স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে কন্ডোম বা কন্ট্রাসেপ্টিভ বিলি বন্ধ না হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এমনই নির্দেশিকা। করোনা মোকাবিলার পর্বতসম চ্যালেঞ্জের মধ্যেও সরকারি স্বাস্থ্য পরিষেবা সুষ্ঠুভাবে মেনে চলতে একটি গাইডলাইন জারি করেছে স্বাস্থ্যমন্ত্রক। এক্ষেত্রে বলা হয়েছে, করোনা মোকাবিলায় অবশ্যই সর্বশক্তি নিয়োগ করতে হবে। তবে স্বাস্থ্য পরিষেবার অন্য কোনও দিক যাতে অবহেলিত না হয়, সেদিকেও সতর্ক নজর রাখতে হবে। পরিবার পরিকল্পনার মতো জরুরি বিষয়টি যাতে নজরের বাইরে না যায়, তা মনে করানো হয়েছে। কেন্দ্রীয় এই গাইডলাইন নিয়ে রাজ্য মন্ত্রিসভার সদস্য সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, পরিবার পরিকল্পনা তথা জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি স্বাস্থ্য পরিষেবায় কন্ডোম বা কন্ট্রাসেপ্টিভ বন্টন জরুরি বিষয়। এটা খারাপ বলব না। এই মুহূর্তে এটা গৌণ। যে পরিস্থিতি চলছে তা হল বাঁচার লড়াই। সেই লড়াইয়ে মানুষকে কীভাবে বাঁচানো যায়, সেদিকে কেন্দ্র বরং একটু বেশি নজর দিলে ভাল হয়।

