Narendra Modi-1Breaking News Others 

২৭ এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রীর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতিতে আবারও মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ করা যায়, দেশে লকডাউন শুরু হওয়ার পর মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এটি তৃতীয় বৈঠক। আগামী ২৭ এপ্রিল সকাল ১০টায় এই কনফারেন্স শুরু হবে বলে জানা গিয়েছে। বৈঠকে লকডাউন সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে বলে খবর। গত ১১ এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রায় ৪ ঘন্টা ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে অধিকাংশ মুখ্যমন্ত্রীই ২১ দিনের লকডাউন আরও ২ সপ্তাহ বাড়ানোর সুপারিশ করেছিলেন। ২ দিন পর লকডাউন আগামী ৩ মে পর্যন্ত বর্ধিত করার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি লকডাউন যাতে কার্যকর হয়, সেটা দেখার জন্য প্রতিটি রাজ্যকে অনুরোধও করেন প্রধানমন্ত্রী। এরও আগে গত ২ এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। লকডাউনের আগে আগামী ২০ মার্চ ছিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদীর প্রথম বৈঠক। ২৪ এপ্রিল দেশের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন প্রধানমন্ত্রী, এমনটাও জানা গিয়েছে।

Related posts

Leave a Comment