তেলের দাম লিটারে ৬ টাকা বাড়াল অসম
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অসম সরকার তেলের ওপর মূল্যযুক্ত কর লিটার প্রতি ৬টাকা বাড়িয়েছে। অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ বিষয়ে জানিয়েছেন, রাজ্যের শোধনাগারগুলি থেকে প্রায় সেস বাবদ বছরে ২০০০ কোটি টাকা পায় আসাম। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় তা কমে এ বছর ৬০০ থেকে ৭০০কোটি টাকা হতে পারে। এক্ষেত্রে আমাদের লক্ষ্য -কর বাড়িয়ে ৩০দিনে ৫০কোটি টাকার রাজ্যস্ব আদায় করা।উল্লেখ্য, রাজস্ব বাড়ানোর লক্ষ্যে মদ বিক্রির ঢালাও অনুমতি দিয়ে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয় সরকার। এর পর তা বন্ধও হয়।

