Others 

আপাতত স্থগিত কেন্দ্রীয় কর্মচারীদের বর্ধিত মহার্ঘভাতা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কর্মীদের বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে কেন্দ্রীয় সরকার। করোনা সংক্রমণে লকডাউনে জেরবার গোটা দেশ।অর্থনীতির হালও বেহাল। বিপর্যস্ত এই সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হওয়ার সম্ভাবনা থাকায় তা আপাতত স্থগিত। মার্চ মাসেই মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ছিল।তা ২০২০ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথাও ছিল।সূত্রের খবর,এরপর বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক প্রেস বিবৃতি মারফৎ জানিয়েছে, কোভিড-১৯-এর এই অতি মহামারীর ফলে জুলাই ২০২০ ও জানুয়ারি ২০২১ পর্যন্ত পরবর্তী এই দুই কিস্তির বর্ধিত মহার্ঘভাতা আপাতত স্থগিত রাখা হচ্ছে। আবার পূর্বের ভাতা ও পেনশন মিটিয়ে দেওয়া হবে বলেই সরকারি সূত্রে জানা গিয়েছে।উল্লেখ করা যায়,দেশে ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী রয়েছেন।আবার পেনশন গ্রাহক রয়েছেন ৬৫ লক্ষের মতো। কর্মচারী ও পেনশন হোল্ডারদের জন্য সরকারি কোষাগার থেকে ব্যয় হয় ১৪ হাজার ৫০০ কোটি টাকা। অন্যদিকে পেনশন হোল্ডার থেকে থেকে ২০ শতাংশ টাকা কেটে নেওয়া হবে এমন খবরেরও কোনও সত্যতা নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

Related posts

Leave a Comment