Built PPE KitOthers 

দক্ষিণ-পূর্ব রেলের পিপিই কিট সরবরাহ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দক্ষিণ-পূর্ব রেল ১১৯১ পিপিই কিট সরবরাহ করল। করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করছে দেশের মানুষ। সরকারি, আধা-সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান পরিস্থিতি মোকাবিলায় আসরে নেমেছে। দক্ষিণ-পূর্ব রেলও সাহায্যের হাত বাড়াল। সূত্রের খবর, দরিদ্র অসহায় শ্রমিকদের প্রতিদিনের খাবার ও খাদ্যসামগ্রী সরবরাহ করছে তারা। পাশাপাশি রেলের ডাক্তার, প্যারামেডিক্যাল স্টাফ, নার্স, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য যোদ্ধাদের জন্য দক্ষিণ-পূর্ব রেল সরবরাহ করেছে পার্সোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট কিট (পিপিই)। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ফেস কভার, আইশিল্ড, এনএস-৯৫ মাস্ক, কভার অল গাউন ও সু-কভার, গ্লাভস এই কিটের অন্তর্ভুক্ত। খড়গপুর ওয়ার্কশপ ৬০১টি কিট নির্মাণ করেছে। আবার দক্ষিণ-পূর্ব রেলের কিট নির্মাণের সংখ্যা ১১৯১টি।

Related posts

Leave a Comment