বাবরি-মামলা নিষ্পত্তির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাবরি-মামলার সময়সীমা বাড়ল। সূত্রের খবর, বাবরি-মামলা নিষ্পত্তির সময়সীমা আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুপ্রিমকোর্টে। জানা গিয়েছে, লখনউয়ের বিশেষ সিবিআই আদালতকে একথা জানানোও হয়েছে। উল্লেখ্য, বাবরি-মামলায় জড়িয়ে রয়েছে লালকৃষ্ণ আদবাণী, মুরলীমনোহর যোশি ও উমা ভারতীর মতো বিজেপি নেতার নাম। সূত্রের আরও খবর, শীর্ষ আদালত গত বছর জুলাই মাসে নির্দেশ দিয়েছিল, ৯ মাসের মধ্যে মামলার নিষ্পত্তি করে রায় ঘোষণা করতে হবে। সিবিআই আদালতের বিচারক সুপ্রিমকোর্টের কাছে লিখিত আবেদন করে জানিয়েছেন, লকডাউন পরিস্থিতির কথা মাথায় রেখে মামলার সময়সীমা বাড়ানোর কথা। এরপর শীর্ষ আদালত সূত্রে জানানো হয়েছে, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানি চালিয়ে যেতে হবে। আবার আগস্ট মাসের সময়সীমা যাতে কোনওভাবে লঙ্ঘন না হয়, সে কথাও মনে করিয়ে দিয়েছে সুপ্রিমকোর্ট।

