প্লাজমা থেরাপির সন্তোষজনক রিপোর্ট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস নামে একটি হাসপাতালে ৪ জনেরই প্লাজমা থেরাপি চলে। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, ইনদওরের একটি হাসপাতালে ৪ জন করোনা-রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। এক্ষেত্রে চিকিৎসকদের দাবি, প্লাজমা থেরাপির পরেই তাঁদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। আবার ইনদওরের আরও একটি সরকারি হাসপাতালে প্লাজমা থেরাপির বন্দোবস্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে।

