গ্যাস লিক-কাণ্ডে জরিমানা জাতীয় গ্রিন ট্রাইবুনালের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গ্যাস দুর্ঘটনা এবং তার জন্য ১১ জনের প্রাণহানি। বিশাখাপত্তনমে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এরপর গ্যাস লিক-কাণ্ডে জরিমানা ৫০ কোটি। সূত্রের খবর, এলজি পলিমার্স কর্তৃপক্ষকে ৫০ কোটি টাকা অন্তর্বর্তীকালীন জরিমানা করল জাতীয় গ্রিন ট্রাইবুনাল। পাশাপাশি কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তার কারণ জানাতে বলে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক, এলজি কর্তৃপক্ষ, অন্ধ্রপ্রদেশের রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং বিশাখাপত্তনমের জেলাশাসকের কাছেও নোটিস দিয়ে ১৮ তারিখের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইবুনাল। আবার বন্দর শহর বিশাখাপত্তনমের উপকণ্ঠে বেঙ্কটপুরমের মতো জনবহুল এলাকায় রাসায়নিক কারখানা ও প্রাণঘাতী রাসায়নিক সঞ্চয়ের অনুমতি কীভাবে দেওয়া হল এলজি কর্তৃপক্ষকে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সূত্রের আরও খবর, রাতে কারখানাটি থেকে আরও গ্যাস লিক হওয়ার খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এনডিআরএফ-এর ডিরেক্টর জেনারেল এস এন প্রধান জানিয়েছেন, এ খবর ঠিক নয়। গুজরাট থেকে বিশেষ রাসায়নিক এনে গ্যাস নিষ্ক্রিয় করা হচ্ছে এবং নাগপুর ও পুণে থেকে বিশেষজ্ঞরা এসে কাজ শুরু করেছেন বলে জানা যায়।

