BelurmathOthers 

নয়া নির্দেশিকা মেনে খুলে দেওয়া হল বেলুড়মঠ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:•বেলুড় মঠ ভক্তদের জন্য খুলে দেওয়া হল। সূত্রের খবর , মঠে পূণ্যার্থীদের জন্য চালু হয়ে গেল নয়া নির্দেশিকাও । ভক্ত, দর্শনার্থী, সাধু-সন্ন্যাসী, পূণ্যার্থী ও মঠের কর্মীবৃন্দের স্বাস্থ্যের কথা বিবেচনা করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি মেনে মঠ খুলতে চলেছে কর্তৃপক্ষ। এছাড়া বেলুড় মঠে নিষিদ্ধ ফুল ও মিষ্টি। সামাজিক দূরত্ব মেনে ভক্তদের দাঁড়ানোর স্থান নির্দিষ্ট করা থাকবে বলে জানা জানা গিয়েছে।

Related posts

Leave a Comment