NepoliOthers Sports 

কোপা ইতালিয়ার ফাইনালে নাপোলি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফাইনালে নাপোলি। কোপা ইতালিয়ার ফাইনালে পৌঁছে গেল নাপোলি। সূত্রের খবর, দ্বিতীয় সেমি-ফাইনালের ফিরতি লিগে ইন্টারমিলানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল গাত্তুসোর দল। জানা গিয়েছে, দুই পর্ব মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থাকার জন্য ফাইনালে জুভেন্তাসের মুখোমুখি হবে নাপোলি। কর্নার থেকে সরাসরি করা এরিকসেনের গোলে লিড পায় ইন্তার মিলান। বিরতির আগে তা শোধ করে দেন নাপোলির ড্রায়েস মার্টেন্স। যার সুবাদে ক্লাবের সর্বাধিক গোলদাতা এখন তিনিই।

Related posts

Leave a Comment