বর্ষার ইঙ্গিত
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : তাপপ্রবাহ থেকে স্বস্তির পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রের খবর, সব কিছু ঠিক ঠাক থাকলে বা পরিস্থিতি অনুকূল থাকলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে প্রবেশ করতে চলেছে বর্ষা। ভারতের মূল ভূখণ্ডে বর্ষা আসার অনুকূল আবহ তৈরি হয়েছে বলে খবর। পাশাপাশি আগামী ২-৩ দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটবে বলে ইঙ্গিত। চলতি সপ্তাহের শেষে মৌসুমি বায়ু পৌঁছে যাওয়ার সম্ভাবনা উত্তর পূর্বের রাজ্যগুলিতে। (ছবি: সংগৃহীত)