anup kumarEntertainment Others 

অভিনেতা অনুপ কুমারের জন্মদিবস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রখ্যাত অভিনেতা অনুপ কুমারের জন্মদিবস। ১৯৩০ সালের ১৭ জুন তাঁর জন্ম। এই অভিনেতার আসল নাম সত্যেন দাস। বহু জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি। উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে “দাদার কীর্তি”,”বসন্ত বিলাপ”,”মৌচাক”ও “গণদেবতা” প্রভৃতি। অভিনয় দক্ষতার জন্য সুনাম অর্জন করেছিলেন তিনি। তাঁর জন্মদিবসে স্মরণ ও শ্রদ্ধা।

Related posts

Leave a Comment